নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট ও অ্যাম্বুলেন্স এর উদ্বোধন করা হয়েছে। আজ ১০ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টার দিকে নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট ও এম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করেন নাটোর ১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার একেএম শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত এই বিশেষ সেবার উদ্বোধন করেন এবং সাথে লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জন্য মাস্ক বিতরণ করেন সাংসদ শহিদুল ইসলাম বকুল।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের কে পাঠিয়েছেন আপনাদের সেবার জন্য, এই মহামারীর সময় আপনাদের যেন কোনো ক্ষতি না হয় সে দায়িত্ব একান্ত আমাদের, আপনাদের যেকোনও ডাকে আমি ছুটে আসতে বাধ্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …