সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলি বন্দরে এক মাসে রাজস্ব আদায় সাড়ে ৩৩ কোটি টাকা

হিলি বন্দরে এক মাসে রাজস্ব আদায় সাড়ে ৩৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, হিলি (দিনাজপুর):
চলতি (২০২১-২২) অর্থ বছরের জুলাই মাসে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ১ লাখ ২৭ হাজার ৯৪ মেট্রিকটন। এ থেকে সরকার রাজস্ব পেয়েছে ৩৩ কোটি ৫৮ লাখ ৯৪ হাজার টাকা। সোমবার হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

হিলি কাস্টমস সূত্রে জানা যায়, গত জুলাই মাসে ভারত থেকে পাথর আমদানি হয়েছে ৬০ হাজার ১৫৩ মেট্রিকটন, তা থেকে রাজস্ব এসেছে ৩ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার টাকা। জিরা আমদানি হয়েছে ২ হাজার ৫৫৭ মেট্রিকটন, তা থেকে সরকার রাজস্ব পেয়েছেন ২১ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার টাকা। পেঁয়াজ আমদানি হয়েছে ১৫ হাজার ২৪৬ মেট্রিকটন, তা থেকে রাজস্ব আদায় ৪ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকা।

ডেপুটি কমিশনার কামরুল ইসলাম বলেন, চলতি অর্থবছরের জুলাই মাসে এ বন্দরে পণ্য আমদানি হয়েছে ১ লাখ ২৭ হাজার ৯৪ মেট্রিকটন। রাজস্ব আদায় করেছে ৩৩ কোটি ৫৮ লাখ ৯৪ হাজার টাকা। গত ২০২০-২১ অর্থবছরে এই স্থলবন্দরে রাজস্ব আদায় হয়েছিলো ৩৯৯ কোটি ২৬ লাখ টাকা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …