শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / গণভ্যাকসিনের প্রথম দিনে টিকা নিলেন ২৮ লাখের বেশি মানুষ

গণভ্যাকসিনের প্রথম দিনে টিকা নিলেন ২৮ লাখের বেশি মানুষ

নিউজ ডেস্ক:
সিটি কর্পোরেশনের ওয়ার্ড থেকে সারাদেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত গণভ্যাকসিন প্রদান কর্মসূচির প্রথম দিনে ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন করোনার ভ্যাকসিন নিয়েছেন।

এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৩ হাজার ৭৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরুর দিনে ১৫ লাখ ১৪ হাজার ৯৩৬ জন পুরুষ এবং ১২ লাখ ৬৮ হাজার ২৩৬ জন নারী প্রথম ডোজের টিকা নিয়েছেন। এছাড়া এদিন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩৩ হাজার ২৩৭ জন পুরুষ এবং ২০ হাজার ৫৬১ জন নারী।

সিলেট এবং মানিকগঞ্জের কয়েকটি কেন্দ্রের হিসাব ছাড়াই সারাদেশের প্রায় ১৫ হাজার কেন্দ্রে গণভ্যাকসিন প্রদানের প্রথম দিন বিপুল সংখ্যক মানুষ করোনার ভ্যাকসিন পেয়েছেন বলে জানিয়েছে এমআইএস ও ইপিআই কর্তৃপক্ষ।

ঢাকার ২ সিটিসহ সারাদেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রায় ৪৩৩টি ওয়ার্ড এবং ১ হাজার ৫৪টি পৌরসভা মিলিয়ে প্রায় ১৫ হাজার কেন্দ্রে চলা এই বিশেষ গণভ্যাকসিন প্রদান কর্মসূচি আগামি বৃহস্পতিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।

সুরক্ষা অ্যাপসের মাধ্যমে যারা আগে নিবন্ধন করেছেন এবং নতুন করে নিবন্ধন করছেন তাদেরও ভ্যাকসিন প্রদান চলছে।

আরও দেখুন

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

 নিজস্ব প্রতিবেদক: নাটোরে সড়ক দুর্ঘটনায় বিমল পাল(৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ ৫ অক্টোবর …