নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর পৌরসভার কর পুনঃনির্ধারণ করার নিমিত্তে পৌরবাসীর সঙ্গে মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা। এরই ধারাবাহিকতায় সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভা চত্বরে ৬নং ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় করেন তিনি।
মেয়র শাহনেওয়াজ বলেন, সামর্থ্যবানরা ঠিকমতো পৌরকর পরিশোধ করছেন না অথচ গরিব মানুষরাই নিয়মিত কর পরিশোধ করছেন। পৌরসভার উন্নয়নে নিয়মিত কর পরিশোধ করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের প্রবীণ নেতা ইসমাইল হোসেন মাস্টার, সাবেক উপাধ্যক্ষ আব্দুস সালাম মন্ডল, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল বারী, পৌর সচিব হাফসা শারমিন, কাউন্সিলর রাশিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় পৌরকর সহনীয় করার দাবিতে বক্তব্য রাখেন ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রাজ্জাক ফকির, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, রবিউল করিম মুন্সি, আলহাজ্ব শাহাদৎ হোসেন, শিক্ষক শাহজাহান আলী, সাংবাদিক আলী আক্কাছ, দিলীপ কুমার ঘোষ প্রমুখ।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …