সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় বঙ্গমাতার ৯১ তম জন্ম বার্ষিকী উদযাপন

বাগাতিপাড়ায় বঙ্গমাতার ৯১ তম জন্ম বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার জিমনেশিয়াম হল রুমে দিনটি উদযাপন উপলক্ষে ভিডিও চিত্র প্রদর্শন, আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল ও সহকারী কমিশনার (ভুমি) নিশাত আনজুম অনন্যা। এসময় আরও বক্তব্য দেন কৃষি কর্মকর্তা মমরেজ আলী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ইউনুছ আলী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় এবং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ।

উল্লেখ্য, ছয় জনকে সেলাই মেশিন, তিন জনকে ২ হাজার এবং ১৮ জনকে ৫০০ টাকা হারে দেওয়া হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …