সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বনপাড়া পৌর পরিষদের উদ্যোগে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালন

বনপাড়া পৌর পরিষদের উদ্যোগে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালন


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার দুপুরে এ উপলক্ষে পৌর হলরুমে মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেনের সভাপতিত্বে ও পৌর সচিব আব্দুল হাই এর সঞ্চালনায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, পৌর কাউন্সিলর মোহিত কুমার সরকার, শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল খায়ের প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্য কাউন্সিলর, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …