নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই হয়েছে একজনের বসতবাড়ি। শুক্রবার (৬ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫ টার দিকে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের রণবাঘা গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, বিকেল আনুমানিক সাড়ে ৫ টার দিকে হঠাৎ করেই রণবাঘা গ্রামের মনির উদ্দিনের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তখন গ্রামবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দমকলবাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক মনির উদ্দিন জানান, আগুনে তাঁর তিনটি শয়নঘর ও আসবাবপত্র-মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে তাঁর প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার সময় ঘরের ভেতর পরিবারের লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তানভীর হাসান বলেছেন, আমরা খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …