নিজস্ব প্রতিবেদক,দুপচাঁচিয়া(বগুড়া):
বগুড়ার দুপচাঁচিয়া সরকার ঘোষিত বিশেষ কার্যক্রমের আওতায় বরাদ্দকৃত ওএমএস’এর চাল, আটা না পেয়ে অধিকাংশ জনগন দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থেকে হতাশা হায়ে বাড়ি ফিরছেন।
দুপচাঁচিয়া উপজেলা খাদ্যনিয়ন্ত্রক অফিস হতে জানা যায়, দুপচাঁচিয়া পৌরসভার করোনায় ক্ষতিগ্রস্ত নিন্ম ও মধ্যবিত্ত আয়ের মানুষদের জন্য সরকারের বরাদ্দকৃত চাল ও আটা ওএমএস’এর মাধ্যমে বিশেষ এ কার্যক্রম ২৫ জুলাই থেকে ৭ই আগস্ট পর্যন্ত চলবে। দুপচাঁচিয়া পৌরসভার ৪ টি স্থানে পুরাতন বাজার, শহরতলা মোড়ে, মেইল বাসষ্ট্যান্ড ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নির্ধারিত ডিলারের মাধ্যমে চাল ও আটা দেবার কার্যক্রম চলছে। জন প্রতি ৩০ টাকা দরে ৫ কেজি চাল, ও ১৮ টাকা দরে ৫ কেজি আটা ক্রয় করতে পারবে।
গত ৫ আগষ্ট বৃহস্পতিবার দুপচাঁচিয়া পৌরসভার ওএমএস’ ডিলারদের দোকানে সরজমিনে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাড়িঁয়ে আছে দীর্ঘসময় ধরে। পৌরসভার ওএমএস’ ডিলারদের দোকানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল ও আটা বিক্রয়ের কথা থাকলেও দুপুর ১২ টার মধ্যেই ডিলারদের চাল ,আটা দেবার কার্যক্রম শেষ হয়ে যায়।
রিক্সাচালক নূর ইসলাম জানায় ,আমি রিক্সা রেখে প্রায় দেড়ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কোন চাউল, আটা পাইনি।
দুপচাঁচিয়া মেইল বাসষ্ট্যান্ড ওএমএস’এর ডিলার মহসীন আলী বলেন, দেড় টন চাল, এক টন আটা প্রতিদিনের মজুত রয়েছে যা দিয়ে চাল ৩শ’ জন, আটা ২’শ জনকে প্রতিদিন দিতে পারবো কিন্তু দেখা যায় ৭শ থেকে ৮’শ জন লোক প্রতিদিন লাইনে দাঁড়িয়ে যায় মজুদের চাহিদার উপর দিতে হয়।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অরুন কুমার প্রামানিক জানান, করোনায় সরকার ঘোষিত প্রনোদনা ওএমএস’এর কার্যক্রমের আওতায় নিন্ম ও মধ্যবিত্ত আয়ের মানুষের মাঝে ডিলারদের মাধ্যমে স্বল্পমূল্য দরে চাল ও আটা বিক্রয় করা নির্দেশ প্রদান করেন।
নীড় পাতা / উত্তরবঙ্গ / দুপচাঁচিয়ায় সরকার ঘোষিত ওএমএস’র চাল ও আটা না পেয়ে হতাশায় বাড়ি ফিরছে মানুষ
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …