সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে “বিজিবি”র নাম সাটানো গাড়িতে যাত্রি পরিবহন

নাটোরে “বিজিবি”র নাম সাটানো গাড়িতে যাত্রি পরিবহন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের দত্তপাড়া বাজারে “বিজিবি”র নাম সাটানো গাড়িতে যাত্রি পরিবহন করতে দেখা যাচ্ছে। আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে শহরের বড়হরিশপুর বাইপাসে একটি কোষ্টার সার্ভিস ও সদর উপজেলার দত্তপাড়া বাজার যাত্রিবাহি ঢাকা কোচে ” বিজিবি” লেখা গাড়িতে যাত্রি পরিবহন করতে দেখা যায়।

দত্তপাড়া ঢাকা বাসস্টেন্ডে দাড়িয়ে থাকা বাসটির নম্বর ‘ঢাকা মেট্রো-ব-১১-১১৩১’। এ বিষয়ে জানতে গেলে গাড়ির চালক বা হেলপারকে পাওয়া যায়নি। যাত্রিদের জিজ্ঞাসা করলে, তারও সেখান থেকে সটকে পরেন।

এ বিষয়ে দত্তপাড়ার স্থানিয় বাসিন্দা রফিক মন্ডল বলেন, গাড়িটির পেছনে ও সামনে “বিজিবি” লেখা দিয়ে হয়তো যাত্রি বহন করছে। যাত্রিদের মুখেও মাস্ক বা কোন দুরত্ব ছিল না। যা চরম স্বাস্থ্য ঝুকি। প্রশাসনের বিষয়টি দেখা দরকার।

এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক শামিম আহম্মদ বলেন, চিহ্নিত দুটি স্থানেই নির্বাহী ম্যাজিষ্ট্রেট গেছেন। পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …