সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁয় যুবলীগ নেতার উদ্যোগে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ

নওগাঁয় যুবলীগ নেতার উদ্যোগে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁ পৌরসভার বোয়ালিয়া এলাকায় কর্মহীন, অসহায় ও দুস্থদের খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার(০৫ আগস্ট) দুপুর ২টায় পৌরসভার বোয়ালিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য রাজেশ মজুমদারের নিজ উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদ স্মরণে আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি খোদাদদ খান পিটু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, নাহিদ হোসেন, মশিউল বাশার, তুহিন মোল্লা প্রমুখ।

খোদাদদ খান বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সব সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকেছে। দেশে করোনা মহামারী ছড়িয়ে পড়ার থেকেই আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ-সংগঠনের মতো যুবলীগের নেতা-কর্মীরাও অসহায় মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এখনও যুবলীগ অসহায় মানুষের পাশে রয়েছে এবং মানুষের পাশে থেকে সেবা করে যাবে।

খাবার বিতরণ কর্মসূচি শুরুর আগে যুবলীগ নেতা রাজেশ মজুমদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্ট রাতে সকল শহীদের আত্মার মাগফিরাতের জন্য সৃষ্টিকর্তার কাছে সবাইকে দোয়া করার আহ্বান জানান।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …