নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৩০ মিলি: সাইজের ৪২০ বোতল এ্যালকোহলসহ ইন্তাজ আলী (৪৫) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সদরের রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইন্তাজ উপজেলার পূর্ব বালুভরা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, এদিন সকালে উপজেলার সদরের রেলগেট এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওবাইদুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল অনুমানিক ৭ টা নাগাদ অভিযান পরিচালনা করেন। এ সময় ইন্তাজকে আটক করা হয়। আটককালে তার নিকট থেকে ৪২০ বোতল এ্যালকোহল উদ্ধার করা হয়। উদ্ধার এ্যালকোহলের মূল্য প্রায় ৬৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
রাণীনগর থানার ওসি (তদন্ত) তারেকুল ইসলাম বলেন, এ ঘটনায় সকালেই ইন্তাজের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …