নিজস্ব প্রতিবেদক, লালপুর:
প্রতিপক্ষের পাড়ায় বাড়ি হওয়ায় হাতুড়ি পেটার আঘাতে ক্ষতবিক্ষত দেহ নিয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন উপজেলার ঈশ্বরপাড়া গ্রামের শফিকুল ইসলাম(৩০)। সে একই গ্রামের সাজদার রহমানের ছেলে। আহত শফিকুলের পরিবারের দাবী শুধুমাত্র প্রতিপক্ষের পাড়ায় বাড়ি হওয়ার কারণে শফিকুলকে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটানো হয়। গত দুই মাস ধরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও এখন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আহতের বোন নদী আক্তার জানান, আমাদের বাড়ি ঈশ্বরপাড়া গ্রামের দীঘির পাড়া। দীর্ঘদিন ধরে একই গ্রামের পশ্চিমপাড়ার জনৈক বাদশাহের সাথে দীঘির পাড়ার সাইফুলের বিরোধ চলে আসছিলো। সেই সূত্র ধরে আমার বড় ভাই পশ্চিমপাড়ায় মুরগী বিক্রি করতে যায়। তখন বাদশাহ ও তার লোকজন বলে, তোর এতো বড় সাহস তুই আমাদের পাড়ায় এসেছিস। এই বলেই হাতুড়ি ও শাবল দিয়ে বাদশাহ ও তার লোকজনের হামলায় মারাত্মকভাবে জখম হয়। আমি আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তির দাবী করছি।
আহতের স্ত্রী লাকী বলেন, আমার স্বামী শফিকুল দিনমজুরী করে সংসার চালাতো। মাঝে মাঝে হাঁস-মুরগীর বাচ্চা পাড়ায় পাড়ায় ফেরি করে বিক্রি করতো। আমাদের পাড়ার অন্যদের সাথে বিরোধের জেরে আমার স্বামীকে বেধড়ক পেটানো হয়েছে। সে দুই মাস ধরে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দুই সন্তান ও শ্বসুর-শ্বাসুড়ী নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। একদিকে চিকিৎসা খরচ, অন্য দিকে সংসারের খরচ। আমি চোখে মুখে অন্ধকার দেখছি। আমার নাবালক বাচ্চাদের ভবিষ্যৎও অন্ধকার হয়ে গেছে। আমি সরকারের কাছে দ্রুত বিচার প্রার্থনা করছি।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান বলেন, এ ব্যাপারে লালপুর থানায় একটি মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করেছি। বাকি ৬ জন আসামী জামিনে আছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …