বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / প্রথমবারের মতো শেখ কামাল ক্রীড়া পুরস্কার পাচ্ছেন ১২ জন

প্রথমবারের মতো শেখ কামাল ক্রীড়া পুরস্কার পাচ্ছেন ১২ জন

নিউজ ডেস্ক:
প্রথমবারের মতো শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ঘোষণা করা হয়েছে। ৭ ক্যাটাগরিতে ১২ জন পাচ্ছেন এ পুরস্কার। পুরস্কারপ্রাপ্তরা ১ লাখ টাকা সম্মাননা স্মারক পাবেন।

বুধবার (৪ আগস্ট) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জাপানের টোকিও থেকে ভার্চুয়ালি পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

যারা পুরস্কার পাচ্ছেন: আজীবন সম্মাননা-কাজী সালাউদ্দিন, ক্রীড়াবিদ-মাহফুজা খাতুন শিলা (সাঁতার), রোমান সানা ও মাবিয়া আক্তার সীমান্ত।

ক্রীড়া সংগঠক মনজুর কাদের ও ক্য শৈ হ্লা। উদীয়মান ক্রীড়াবিদ-আকবর আলী (ক্রিকেট), ফাহাদ রহমান(দাবা) ও উন্নতি খাতুন (ফুটবল)। ক্রীড়া ফেডারেশন- বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রীড়া সাংবাদিক- মুহাম্মদ কামরুজ্জামান। পৃষ্ঠপোষক- ওয়ালটন।

আগামীকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) শহীদ শেখ কামালের জন্মদিনের দিন পুরস্কারপ্রাপ্তরা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পুরস্কার গ্রহণ করবেন। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …