বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / টিকা ছাড়া বের হলেই শাস্তি

টিকা ছাড়া বের হলেই শাস্তি

নিউজ ডেস্ক:
যদি আমরা দেখি যে আমাদের এ আবেদন-নিবেদন, অনুরোধে কাজ হচ্ছে না, স্বাস্থ্যবিধি মেনে চলছে না, মাস্ক পরিধান করছে না, তাহলে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকার হয়তো অধ্যাদেশ জারি করবে। যেহেতু এখন পার্লামেন্ট চালু নেই, আইন করতে পারবে না। অধ্যাদেশ জারি করে হলেও কিছু শাস্তি ইনফোর্স করার ক্ষমতা বিভিন্ন লেভেলে দেয়া হতে পারে।’

করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়া ছাড়া ১৮-ঊর্ধ্ব কোনো ব্যক্তি ঘরের বাইরে যেতে পারবেন না বলে জানিয়েছে সরকার। এটাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখা হবে বলেও সতর্ক করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চার মাসের বেশি সময় পর ১১ আগস্ট থেকে পর্যায়ক্রমে স্বাভাবিক হতে যাচ্ছে দেশ। চলবে যানবাহন, খুলবে অফিস-আদালত, দোকানপাট। কিন্তু টিকা নেয়া ছাড়া কেউ বাইরে যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে সরকার।

করোনা পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত আন্তমন্ত্রণালয়ের বৈঠক শেষে মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘যারা ১১ তারিখ থেকে মুভ করবে, ভ্যাকসিন ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কোনো লোক শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। ১৮ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি যদি রাস্তাঘাট, গাড়িতে, মোটরসাইকেল বা বাইসাইকেলে, টেম্পো বা বাসে বা ট্রেনে হোক, নো বডি অ্যালাউ টু মুভ, তাদের অবশ্যই ভ্যাকসিননেটেড হতে হবে।’

৭ আগস্ট সারা দেশে প্রান্তিক পর্যায় থেকে শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম। ১৪ হাজার কেন্দ্রে টানা সাত দিনে এক কোটি মানুষকে টিকার আওতায় আনবে সরকার।

মোজাম্মেল হক বলেন, ‘আমরা তাদের সুযোগ করে দিচ্ছি, অগ্রাধিকার দিচ্ছি, গ্রামে গ্রামে ভ্যাকসিন আমরা পৌঁছিয়ে দিচ্ছি। বলতে পারবে না, আমরা এসে পাই না, শুধু ঢাকা শহরে হবে না, ১৪ হাজার কেন্দ্রে ভ্যাকসিন দেয়া হচ্ছে। আমরা ১১ তারিখ থেকে কঠোরভাবে সেগুলো প্রয়োগ করব।’

করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানাতে সরকার কঠোর হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, ‘এমন কথাও আসছে, যদি তারা আইন না মানে, তাহলে সরকার হয়তো অধ্যাদেশ জারি করবে। যেহেতু এখন পার্লামেন্ট চালু নেই, আইন করতে পারবে না। অধ্যাদেশ জারি করে হলেও কিছু শাস্তি ইনফোর্স করার ক্ষমতা বিভিন্ন লেভেলে দেয়া হতে পারে।’

তিনি বলেন, ‘যদি আমরা দেখি যে আমাদের এ আবেদন-নিবেদন, অনুরোধে কাজ হচ্ছে না, স্বাস্থ্যবিধি মেনে চলছে না, মাস্ক পরিধান করছে না, তাহলে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …