রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে লকডাউন মানানো যাচ্ছে না

নাটোরে লকডাউন মানানো যাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কঠোর লকডাউনের ১৪তম দিন অন্যান্য দিনের মতই ঢিলেঢালা ভাবে চলছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই স্বাভাবিক সময়ের মত সড়কে চলাচল করতে দেখা গেছে সিএনজি, অটোরিক্সা, মাইক্রোবাস, রিক্সা ও ভ্যানসহ ছোট ছোট যানবাহন। তবে বাসসহ বড় যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

স্বাভাবিক সময়ের মতই মানুষ রাস্তায় এবং বাজারে চলাফেরা করছে। আইনশৃংখলা বাহিনীর সীমিত সংখ্যক সদস্যকে মাঠে উপস্থিত থাকতে দেখা গেছে। তবে তাদেও তেমন কোন তৎপরতা চোখে পড়েনি। অনেকেই রাস্তাঘাটে, কাঁচাবাজারে ও মাছ বাজারে মাস্কবিহীন চলাফেরা করছে। স্বাস্থ্যবিধি মানার প্রতি বেশ অনীহা লক্ষ্য করা গেছে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ও কাঁচাবাজার ছাড়াও অন্যান্য দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান লুকিয়ে খোলা রেখে ব্যবসা চলমান থাকতে দেখা গেছে।

আরও দেখুন

নাটোরে ধর্ষণ চেষ্টায় ১ জনের আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর থানার লক্ষিপুর খোলাবাড়িয়া এলাকায় শিশু(০৭) কে ধর্ষন চেষ্টায় আব্দুর রহমান(১৭)কে ১০ …