রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে গাঁজা ও ভাং গাছসহ দুই জনকে আটক করেছে র‌্যাব

নাটোরে গাঁজা ও ভাং গাছসহ দুই জনকে আটক করেছে র‌্যাব


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ২ কেজি ৩শ গ্রাম ওজনের গাঁজার গাছ ও ১ কেজি ওজনের ভাং গাছসহ দুই জনকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার (৪ আগস্ট) সকাল সাতটার দিকে নাটোর জেলার সদর থানাধীন ফুলসর মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে গাঁজা ও ভাং গাছসহ দুই আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। আটককৃতরা হলেন, নাটোর সদর উপজেলার ফুলসর মধ্য পাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে ইউসুফ মিয়া (২৩), একই গ্রামের মজনু মিয়ার ছেলে মনির হোসেন (২৪)।

র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন ফুলসর মধ্যপাড়া গ্রামে কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সানরিয়া চৌধুরী এবং কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়, এ সময় ২ কেজি ৩শ গ্রাম ওজনের গাঁজার গাছ (আসামিদের ভাষ্যমতে যার আনুমানিক মূল্য ১১ হাজার ৫০০ টাকা) এবং ১ কেজি ওজনের ভাং এর গাছ (যার আনুমানিক মূল্য ৪০০০ টাকা) সহ ওই দুই জন আসামীকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা দীর্ঘদিন যাবত অবৈধ গাঁজার গাছ উৎপাদন ও এর গাছের লতা পাতা ও ফুল বিক্রয় করে আসছে বলে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে। এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …