সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে করোনা ভ্যাকসিন কার্যকরী করার লক্ষে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

হিলিতে করোনা ভ্যাকসিন কার্যকরী করার লক্ষে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরে হিলিতে ১৮ বছর বয়স উর্ধ্ব সকল নারী পুরুষের করোনা ভ্যাকসিন কার্যকর করার লক্ষে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ড.মমতাজ সুলতানা, থানার তদন্ত ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিকসহ অনেকে।

আলোচনা সভায় সকলকে টিকার আওতায় নিয়ে আসার জন্য জনগনকে উদ্বদ্ধ করতে জনপ্রতিনিধি ও সাংবাদিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান। উপজেলার ১টি পৌরসভা ও ৩টি ইউনিয়নে ৩টি করে বুথে প্রতিদিন প্রতি বুথে ২শ জনকে টিকা প্রদান করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …