সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বগুড়ার দুপচাঁচিয়া থেকে ৪ জুয়াড়ী আটক

বগুড়ার দুপচাঁচিয়া থেকে ৪ জুয়াড়ী আটক

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া(বগুড়া):
বগুড়ার দুপচাঁচিয়া থেকে ৪ জুয়াড়ী আটক করেছে পুলিশ। গত ২ আগষ্ট সোমবার রাত্রি সাড়ে এগারোটার দিকে ধাপ নিমাইকোলা এলাকা থেকে ২ হাজার ৩ শ ৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোসাদ্দেক হোসেন সেতুর নের্তৃত্বে একটি আভিযানিক দল সোমবার রাত সাড়ে এগারোটার দিকে দুপচাঁচিয়া থানাধীন ধাপ নিমাইকোলা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় জুয়া খেলা অবস্থায় জনৈক হোসেন মন্ডলের নিজ বাড়িতে পশ্চিম পার্শ্বে পরিত্যক্ত ঘরে জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদী সহ ৪ জনকে আটক করে।

আটককৃতরা হলেন ধাপ নিমাইকোলা গ্ৰামের আব্দুল মান্নানের ছেলে মোস্তফা প্রাং(২০),মৃত আমজাদ হোসেনের ছেলে করিম ফকির(৩৫). হোসেন মল্ডলের ছেলে মাহিদুল ইসলাম(৪৫)।

উল্লেখ্য আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …