নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চাল বিতরণ করা হয়েছে। রবিবার (১ আগস্ট) সকাল ১০ টায় নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নন্দীগ্রাম পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু সাঈদ মিলন হতদরিদ্র মানুষের মাঝে এ চাল বিতরণ করেন। এ সময় তদারকি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নন্দীগ্রাম পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু সাঈদ মিলন জানান, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চাল নন্দীগ্রাম পৌরসভার ৯ নং ওয়ার্ডের ২০২ জন হতদরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। এছাড়া অন্যান্য ওয়ার্ডেও এ চাল বিতরণ করা হয়।
আরও দেখুন
অন্যায়-অনাচার দূর করতে ইমাম
মুয়াজ্জিনদের ভূমিকার কোন বিকল্প নেই- সমাবেশে বক্তারা নিজস্ব প্রতিবেদক রাণীনগর ,,,,,,,,,,,,, ইমাম মুয়াজ্জিন সমাবেশে বক্তারা …