রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জাতীয় / আশ্রয়ণ প্রকল্পে শিশুপার্ক উদ্বোধন ও ত্রাণ বিতরণ

আশ্রয়ণ প্রকল্পে শিশুপার্ক উদ্বোধন ও ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে আশ্রয়ণ প্রকল্পে শিশুপার্ক উদ্বোধন ও ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার উপশহর এলাকায় আশ্রয়ণ প্রকল্পে শিশুদের জন্য নির্মিত পার্ক উদ্বোধন এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫৩ জনের মধ্যে নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, আশ্রয়ণ প্রকল্পের শিশুদের মানসিক বিকাশের জন্য এই শিশুপার্ক উদ্বোধন করা হলো। ছোট পরিসরে এই শিশুপার্কে চারটি রাইডস সংযোজন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার সব আশ্রয়ণ প্রকল্প এলাকায় শিশুপার্ক স্থাপন করা হবে বলে তিনি জানান। পরে ৫৩ জন উপকারভোগীর মধ্যে নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম ইউএনও জাহাঙ্গীর আলম প্রমুখ।

আরও দেখুন

নাটোরে ধর্ষণ চেষ্টায় ১ জনের আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর থানার লক্ষিপুর খোলাবাড়িয়া এলাকায় শিশু(০৭) কে ধর্ষন চেষ্টায় আব্দুর রহমান(১৭)কে ১০ …