নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় বিষধর সাপের কাপড়ে আব্দুল মান্নান (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ইটালী ইউনিয়নের বিক্রমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত আব্দুল মান্নান জামতলী বাজারের একজন সার ব্যবসায়ী। তিনি ঈদের পর বিক্রমপুর শ্বশুরবাড়িতে পরিবারসহ বেড়াতে আসেন। প্রতিদিন সে ব্যবসার কাজ শেষে সন্ধ্যায় শ্বশুরবাড়িতে যান। বৃহস্পতিবার গভীর রাতে ঘুমের মধ্যে তাকে সাপে কামড় দেয়। ঘটনাটি জেনে শ্বশুরবাড়ির লোকজন সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী (বিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …