শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে নিম্ন মানের সামগ্রী অপসারণ করে মানসম্মত রাস্তা করার দাবিতে মানববন্ধন

গুরুদাসপুরে নিম্ন মানের সামগ্রী অপসারণ করে মানসম্মত রাস্তা করার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে নয়াবাজার থেকে ভিটাকাজিপুর লোহার ব্রিজ পর্যন্ত রাস্তায় নিম্ন মানের সামগ্রী অপসারণ করে মানসম্মত রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ধারাবারিষা,খাঁকড়াদহ এবং উদবাড়িয়া এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধারাবারিষা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক মোল্লার নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি শাকিল হোসাইন, নাটোর ছাত্র কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ আহম্মেদ, জহুরুল ইসলাম,নেওয়াজ শরীফসহ এলাকাবাসী।

বক্তারা বলেন, ৩ কোটি ৪ লাখ টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে নয়াবাজার থেকে ভিটাকাজিপুর পর্যন্ত রাস্তাটি। রাস্তাটি নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। নিম্ন মানের সামগ্রী অপসারণ করে দ্রুত সময়ের মধ্যে মানসম্মত রাস্তা নির্মাণের জোড় দাবি জানান।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …