মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / যত টাকাই লাগুক সরকার জনগণের জন্য টিকা নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী

যত টাকাই লাগুক সরকার জনগণের জন্য টিকা নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:
যত টাকাই লাগুক সরকার জনগণের জন্য টিকা নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে দেশেই ভ্যাকসিন উৎপাদন করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ও জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশের উন্নয়নে কাজ করছে। সঠিক পরিকল্পনা ও প্রশাসনিক কর্মকর্তাদের ইনোভেটিভ আইডিয়ায় দেশ এগিয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ডিজিটাল সেবায় সহজ হয়েছে জীবনযাত্রা। বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নেয়া হচ্ছে। প্রশাসনের কর্মকর্তারা ভালো কাজের জন্য যেমন পুরস্কৃত হবেন; ঠিক তেমনি খারাপ কাজ করলে শান্তি পেতেই হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …