সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বনপাড়া পৌরসভায় সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন

বনপাড়া পৌরসভায় সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন পালিত হয়েছে।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্যবিধি মেনে পৌর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে ও পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, জেলা আওয়ামী লীগের শিক্ষা-মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, যুগ্ম সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, কাউন্সিলর শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক রায়হান ও বনপাড়া পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস বক্তব্য রাখেন।

সভায় সজিব ওয়াজেদ জয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …