সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে কঠোর লকাউন মানছে না কেউ

নাটোরে কঠোর লকাউন মানছে না কেউ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কঠোর লকাউন মানছে না কেউ। লকডাউনের ৫ম দিনে শুধু মাত্র যাত্রীবাহী বাস বাদে মানুষ এবং অন্যান্য যানবাহন চলাচল ছিল অনেকটা স্বাভাবিক। শহরের বিভিন্ন মোড়ে আইন শৃংঙ্খলা বাহিনী চেক পোষ্ট বসিয়ে নানা ভাবে বাধা দিলেও তা কোন কাজে আসছে না।

জীবিকার প্রয়োজন ছাড়াও অনেকে নানা অযুহাতে অপ্রয়োজনে বের হয়ে আসছে বাড়ি থেকে। রিক্সা ও অটোরিক্সার সাথে সাথে সিএনজি চলাচল ছিল অনেক বেশী। ব্যক্তিগত গাড়িও চলাচল করতে দেখা গেছে। শুধুমাত্র প্রধান সড়কেই যেন লকডাউন মানা  হচ্ছে। শুধু জেলা শহরে নয় জেলার প্রতিটি উপজেলাতে একই অবস্থা বিরাজ করছে।

তবে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …