সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / টুর্নামেন্টে পাওয়া ৩৮ লাখ টাকা ইউনিসেফকে দিলো বাংলাদেশি গেমিং দল

টুর্নামেন্টে পাওয়া ৩৮ লাখ টাকা ইউনিসেফকে দিলো বাংলাদেশি গেমিং দল

নিউজ ডেস্ক:

পাবজি মোবাইলের বিশ্বকাপখ্যাত পিএমজিসি (PMGC) এর পর আবারো বিশ্বমঞ্চে একমাত্র বাংলাদেশি দল হিসেবে প্রতিনিধিত্ব করলো এওয়ান ই-স্পোর্টস (A1eSports). পাবজি মোবাইল ওয়ার্ল্ড ইনভাইটেশন (PUBG MOBILE World Invitational) নামক এই আন্তর্জাতিক টুর্নামেন্টে পিএমডাব্লিউআই পূর্ব (PMWI East) ও পিএমডাব্লিউআই পশ্চিম (PMWI West) ২ টি গ্রুপে ১৬ টি করে মোট ৩২ টি দল অংশগ্রহণ করে।

টুর্নামেন্টটিতে প্রাইজমানির সকল অর্থ চ্যারিটিতে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই টুর্নামেন্ট হতে এওয়ান ই-স্পোর্টস (A1eSports) এর উপার্জিত ৪৪ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ লক্ষ টাকা) ইউনিসেফের (UNICEF) এর মাধ্যমে চ্যারিটিকার্যে ব্যয় করা হবে। 

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …