রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / আগস্টে গ্রামে গ্রামে টিকা

আগস্টে গ্রামে গ্রামে টিকা

নিউজ ডেস্ক:
গ্রামাঞ্চলের মানুষদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিশ্চিতে আগস্ট থেকে ক্যাম্পেইনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত বয়সের কেউ জাতীয় পরিচয় পত্র নিয়ে টিকা কেন্দ্রে আসলেই দেয়া হবে টিকা।

করোনারোধী টিকার সার্বিক বিষয় নিয়ে রোববার বিকেলে নিউজবাংলার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআরের) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর।

তিনি জানান, গ্রামের মানুষের টিকা নিশ্চিতে আগামী মাস থেকে ক্যাম্পেইন করে টিকা দেয়া হবে। শিশুদের বেশ কয়েকটি রোগ থেকে প্রতিরোধের জন্য নিয়মিত টিকাদান কর্মসূচি যেভাবে বাস্তবায়ন হয় অনেকটা সেভাবেই গ্রামে করোনা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হবে।

আলমগীর বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে যেসব টিকাদানকেন্দ্র রয়েছে। এসব টিকাদান কেন্দ্রে করোনার টিকা দেয়া হবে। সেখানে এসে মানুষ টিকা নিতে পারবেন। টিকা নিতে আসার সময় জাতীয় পরিচয় পত্র সঙ্গে নিয়ে আসতে হবে।’

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আগামী ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত গ্রামাঞ্চলে টিকার ক্যাম্পেইন চলবে। এ সময়ের মধ্যে ৬০ লাখ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে।

নিবন্ধন জটিলতার কারণে গ্রামাঞ্চলের অনেক মানুষ করোনারোধী টিকা নিতে আগ্রহী হচ্ছে না। এ জটিলতা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান কর্মসূচি আরও সহজ করার উদ্যোগ নিয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …