রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে স্বাস্থ্য বিধি অমান্য করায় ১১ ব্যাক্তিকে অর্থদন্ড

লালপুরে স্বাস্থ্য বিধি অমান্য করায় ১১ ব্যাক্তিকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
করোনা সংক্রমণ মোকাবেলায় লকডাউনের ৪র্থ দিনে নাটোরের লালপুরে বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি অমান্য করার অপরাধে ১১জন ব্যাক্তিকে ৭ হাজার ২শ টাকা অর্থদন্ড প্রদানের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার উপজেলার গোপালপুর বাজার সহ বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা(দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে স্বাস্থ্য বিধি অমান্য করার অপরাধে ৩জন ব্যাক্তির নিকট থেকে ২হাজার ৮শ টাকা অর্থদন্ড আদায় করেন।

এছাড়া রবিবার বিকেলে স্বাস্থ্য বিধি অমান্য করার অপরাধে ৮ জন ব্যাক্তির নিকট থেকে ৪হাজার ৪শ টাকা আদায় করেন বলে জানা গেছে। এসময় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, লকডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহিত থাকবে। এসময় সকল মানুষকে বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

আরও দেখুন

নাটোরে ধর্ষণ চেষ্টায় ১ জনের আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর থানার লক্ষিপুর খোলাবাড়িয়া এলাকায় শিশু(০৭) কে ধর্ষন চেষ্টায় আব্দুর রহমান(১৭)কে ১০ …