শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দুপচাঁচিয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথমদিন ঢিলেঢালা ভাবে পালিত

দুপচাঁচিয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথমদিন ঢিলেঢালা ভাবে পালিত


নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া(বগুড়া):
সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের প্রথমদিনে বগুড়ার দুপচাঁচিয়ায় ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। দুপচাঁচিয়া থানাধীন তালোড়া ইউনিয়ন, জিয়ানগর ইউনিয়ন,গোবিন্দপুর ইউনিয়নে সাহার পুকুর বাজার জনগনের সমাগম চখে পড়ার মত ছিলো বলে সরজমিনে দেখা যায়। কঠোর লকডাউনে বন্ধ ছিলো শুধু মার্কেট ও কিছু নির্দিষ্ট দোকান। সকাল থেকে রিক্সাভ্যান, সিএনজিতে জনসাধারণকে মাস্ক পরতে দেখা যায়নি।

সারা বাংলাদেশের ন্যায় বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন ও বিধি নিষেধ আরোপ করে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক গত২২ জুলাই সন্ধ্যায় মাইকে প্রচার করে এক প্রজ্ঞাপন জারি করে, প্রথম দিনের দুপচাঁচিয়ার চালচিত্র একেবারেই আলাদা।রছোট ব্যবসায়ীর মধ্যে এক ধরনের আনন্দের ছোঁয়া দেখা গেছে। আজ ২৩ জুলাই সকাল থেকে রাস্তাঘাটে ,কাঁচাবাজার সহ বিভিন্ন ধরনের ছোট ছোট দোকান চোখে পড়ার মত।রগত ১লা জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত লকডাউন সহ কঠোর বিধি নিষেধ শেষেও পেটের দায়ে অনেক কর্মজীবি মানুষ রোজগারের তাগিদে ঘর থেকে বেরিয়ে পরে। কিন্তু আজকের চালচিত্র দেখে মনে হচ্ছেনা যে, সরকার ঘোষিত কঠোর লকডাউন ? সকালে সেনা বাহিনীর ষ্টাইকিং ফোর্স পৌরসভার এলাকার মধ্যে টহল দিতে দেখা গেছে।আর কোন প্রশাসন মাঠে চোখে পড়েনি।

এ সময় স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য প্রয়োজন ছাড়া ঘর হইতে বাহিরে বের না হওয়ার আহবান জানিয়ে লকডাউনের সুফল বয়ে আনবেনা বলে দুপচাঁচিয়ার অনেক বিশিষ্ট্যজন মনে করেন।

আরও দেখুন

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

 নিজস্ব প্রতিবেদক: নাটোরে সড়ক দুর্ঘটনায় বিমল পাল(৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ ৫ অক্টোবর …