রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে ঈদের পর লকডাউনের প্রথম দিনেই ৯ জনের অর্থদণ্ড

লালপুরে ঈদের পর লকডাউনের প্রথম দিনেই ৯ জনের অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ হ্রাসে ঈদের পর লকডাউনের প্রথম দিনেই মোবাইল কোর্টে মাধ্যমে ৯ জনের অর্থদণ্ড করা হয়। আজ শুক্রবার (২৩ জুলাই ) লালপুর উপজেলায় বিভিন্ন স্থানে সরকারি আদেশ প্রতিপালন না করায় এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ মোবাইল কোর্ট পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার। এ সময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৯ টি মামলায় ৯ জনকে মোট তিন হাজার এক শত টাকা অর্থদণ্ড করেন। এছাড়া উপজেলা বিভিন্ন মোড়ে পুলিশ বাহিনীর কঠোর অবস্থান নিয়ে মাইকিং করতে দেখা গেছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ হ্রাসে সরকারি বিধিনিষেধ কার্যকর করার লক্ষে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করেন এবং বের হলে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করেন।
তিনি আরও জানান, করোনা ঝুঁকি এড়াতে এই অভিযান অব্যহত থাকবে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের অভিযান পরিচালনায় সহযোগিতা করতে দেখা গেছে।

আরও দেখুন

নাটোরে ধর্ষণ চেষ্টায় ১ জনের আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর থানার লক্ষিপুর খোলাবাড়িয়া এলাকায় শিশু(০৭) কে ধর্ষন চেষ্টায় আব্দুর রহমান(১৭)কে ১০ …