নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে খালের পানিতে পড়ে জিসান নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জিশান বড়াইগ্রাম উপজেলার গুরুদাসপুর সীমান্তবর্তী কচুগাড়ী এলাকার জিল্লুর রহমানের ছেলে।
জিসানের পারিবারিক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে বড়াইগ্রাম উপজেলার কচুগাড়ী গ্রামের জিল্লুর রহমানের ছেলে জিসান খেলতে গিয়ে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …