সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

নাটোরে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক:
সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে নাটোরের একটি মুক্তিযোদ্ধা পরিবার।
দলবলসহ বাড়ির ওপর নিয়মিত মহড়া ও গালি গালাজের কারণে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছে পরিবারটি। মঙ্গলবার দুপুরে নাটোর এক সংবাদ সম্মেলনে শহরের হরিশপুর এলাকার মুক্তিযোদ্ধা আবুল হোসেনের পরিবার এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আবুল হোসেনের ছেলে পরিবহণ ব্যবসায়ী মেহেদী হাসান নয়ন অভিযোগ করে বলেন, হত্যা সহ একাধিক মামলার আসামি শহরের চৌধুরী পাড়া এলাকার তালহা চৌধুরী তাদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল।চাঁদা না দেয়ায় ১৬ জুলাই তালহা তার সহযোগীদের নিয়ে হামলা চালিয়ে জখম করে নয়নকে। এ ঘটনায় মামলার পর পুলিশ তালহাতে গ্রেফতার করে। সোমবার জামিনে ছাড়া পেয়ে দলবল সহ বাড়ির ওপর চড়াও হয়ে পরিবারটিকে হুমকি দিতে শুরু করে।

সংবাদ সম্মেলনে ওই পরিবারের নারী সদস্য সহ প্রায় সকলেই উপস্থিতি ছিলেন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …