নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
এখনো গ্রামেগঞ্জে চলছে ঝাড়ফুঁক। নাটোরের সিংড়ায় সাপের কামড়ে আহত হলে চিকিৎসা না করিয়ে ঝাড়ফুঁক করায় আলেফা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল আটটার দিকে উপজেলার ১১ নং ছাতারদিঘী ইউনিয়নের পুর্ব দামকুড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আলেফা বেগম একই এলাকার শাহাদাৎ হোসেন এর স্ত্রী। (৪০) নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকাল আটটার দিকে আলেফা বেগম (৪০) নিজ বসত ঘরের মেঝে ধুয়ে মুছে পরিষ্কার করতে যান।
এ সময় ঘরের কোণে গর্তে থাকা বিষধর সাপ আলেফা বেগমের হাতে কামড় দেয়। তার আত্ম চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তার হাতে বাঁধন দিয়ে গ্রাম্য ওঝাকে ডাকে। গ্ৰাম্য ওঝা ঝাড়ফুঁক দিয়ে বিষ নামানোর চেষ্টা করে। কিন্তু পরিস্হিতি ক্রমেই খারাপ হয়ে পড়লে তাকে দ্রুত কালীগঞ্জ বাজারের ডাক্তারের কাছে নিয়ে যায়। পরে সেখানে তার মৃত্যু হয়। চিকিৎসা না করিয়ে ওঝাকে দিয়ে ঝাড়ফুঁক করা ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …