সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোর পৌরসভার দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

নাটোর পৌরসভার দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভার দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। শনিবার বেলা এগারোটার দিকে শহরের ৩ ও ৪ নং ওয়ার্ডের যথাক্রমে শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এবং কানাইখালী মাঠে ৮শতাধিক পরিবারের সদস্যদের প্রতি পরিবারে দশ কেজি করে চাল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই ভিজিএফের চাল বিতরণ করা হয়। পৌর মেয়র উমা চৌধুরীর আয়োজনে এই ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠানে উভয় স্থানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস প্রমুখ। পবিত্র ঈদ-উল-আযহা-২০২১ উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত ভি.জি.এফ এর চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ শিমুল বলেন এই করণা মহামারীর সময় আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন আপনাদের কষ্ট লাঘব করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।

এসময় পৌরমেয়র উমা চৌধুরী জানান, করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে আওয়ামীলীগের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করেন কোন লাভ হবেনা। জননেত্রী এবং মানবতার নেত্রী শেখ হাসিনা কাউকে ভয় করেন না কোনো ষড়যন্ত্রই তিনি পাত্তা দেন না। তিনি জনগণের আস্থার প্রতীক এবং জনগণকে সম্মান দেন। যতরকম হুমকি-ধামকি মোকাবেলা করার দরকার তিনি করে যাবেন। আমরা নেত্রীর সৈনিক হিসেবে তার সাথে আছি।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …