শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / শুধু মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ হবে ৪০৯ চিকিৎসক

শুধু মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ হবে ৪০৯ চিকিৎসক

মহামারীকালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ৪০৯ জন জুনিয়র কনসালট্যান্ট (এ্যানেসথেশিওলজি) নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি।

নিউজ ডেস্ক:
শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হবে। ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে কমপক্ষে ৫০ নম্বর পেতে হবে।

এমবিবিএস কিংবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের স্বীকৃতিপ্রাপ্ত সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৫০ বছর হতে পারবে।

আগ্রহীদের অনলাইনে ১৮ জুলাই সকাল ১০টা থেকে ২৭ জুলাই রাত ১২টার মধ্যে আবেদন করতে হবে।

এর আগে কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য ক্যাডারে দুই হাজার সহকারী সার্জন নিয়োগ দিতে গত বছরের নভেম্বরে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দিয়েছিল পিএসসি।

পরে গত ২৬ ফেব্রুয়ারি এতে অংশ নিতে মহামারীর মধ্যে প্রথম কোন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বসেছিল ২৭ হাজার ৫৭৩ জন সরকারি চাকরিপ্রত্যাশী।

গত ৬ জুন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ২২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়। তবে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২২ জুন সেই পরীক্ষা স্থগিত করা হয়।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …