শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / কৃষকের শেষ সম্বল দুটি মহিষ হাটে বিক্রির আগেই চুরি

কৃষকের শেষ সম্বল দুটি মহিষ হাটে বিক্রির আগেই চুরি

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে কৃষকের বাড়ি থেকে দুইটি মহিষ চুরি হয়ে গেছে। ১৪ জুলাই রাত ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামের এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক কালাম মন্ডল গুরুদাসপুর থানায়  লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ক্ষতিগ্রস্থ কৃষক কালাম বলেন, দুইটি মহিষ ছিল আমার শেষ সম্বল। ২ বছর ধরে লালন পালন করেছি। কোরবানীর হাটে ওই মহিষ বিক্রি করে সংসারে স্বচ্ছলতা আনার আশা ছিলো। কিন্তু বাড়ির গোয়াল ঘরে মহিষ দুটি বেঁধে রেখে পরিবারসহ রাতে ঘুমিয়ে পড়লে হঠাৎ গাড়ির শব্দ পাই। মহিষের ঘরে গিয়ে দেখি মহিষ নেই। রাস্তায় গিয়ে দেখি ট্রাকে করে কয়েকজন মহিষ নিয়ে যাচ্ছে। ডাকচিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে এসে ট্রাকটিকে আটকানোর চেষ্টা করেও ধরা যায়নি। মহিষ দুটির বাজার মুল্য ২ লাখ ৫০ হাজার টাকা হতো।

তিনি আরো জানান, তার এক মহিষের গায়ের রং-কালো, দুইটি মাঝারী শিং, দাঁত চারটি, লেজের গোফ কালো, অপর মহিষের গায়ের রং কালো, শিং দুইটি মাঝারী, দাত নেই, লেজের গোফ কালো।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেয়েছি। মহিষ দুইটি উদ্ধারের তৎপরতা চলছে।

আরও দেখুন

বাইরের দৃশ্য দেখতে গিয়ে ওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় রেলওয়ের ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত(১৫) শিশুর মৃত্যু …