বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে নগদ অর্থ ও চাউল বিতরণ

লালপুরে নগদ অর্থ ও চাউল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যোগে নগদ অর্থ ও ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ওয়ালিয়া ও চংধুপইল ইউপি’তে নগদ অর্থ এবং কদিমচিলান ও এবি ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাউল বিতরণ করা হয়।

উক্ত নগদ অর্থ ও চাউল বিতরণ অনুষ্ঠানে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানা আ’লীগ সাধারণ সম্পাদক ইসাহাক আলী, সভাপতি আফতাব হোসেন ঝুলফু, যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, কদিমচিলান ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, এবি ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, চংধুপইল ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুস সামাদ, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ।

এ সময় ওয়ালিয়া ইউপি’তে ৪৫৬ জন ও চংধুপইল ইউপি’তে ৪৬৪ জন কর্মহীনের মাঝে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়। অপরদিকে কদিমচিলান ও এবি ইউনিয়ন পরিষদের উদ্যোগে যথাক্রমে ১১২৮ জন এবং ৭২৫ জন হতদরিদ্রের মাঝে ভিজিএফের চাউল প্রদান করা হয়।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …