সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গোদাগাড়ীতে ছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

গোদাগাড়ীতে ছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক


নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আরিফ (১৯) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গতকাল বুধবার এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করে। পরে সন্ধ্যায় পুলিশ আরিফকে আটক করে। আটককৃত আরিফ গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ জাহানাবাদ গ্রামের মোহাম্মদ আনারুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে গেছে, আটককৃত আরিফ একই গ্রামের দশম শ্রেণীর শিক্ষার্থী (১৭) কে দীর্ঘ দিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গতকাল বুধবার(১৪ জুলাই) বিকেল ৩ টার দিকে ওই ছাত্রী বাড়ীর উঠানে বসে ছিল, এ সময় আরিফ মোবাইল ফোনের এ্যাপস নেওয়ার নাম করে কৌশলে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে আরিফ দৌড়ে পালিয়ে যায়। পরে ধর্ষণের চেষ্টার অভিযোগে আরিফের বিরুদ্ধে মামলা দায়ের হলে গোদাগাড়ী মডেল থানা পুলিশ তাকে আটক করে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম ছাত্রীর বরাত দিয়ে জানান, মোবাইল ফোনের এ্যাপস নেওয়ার নাম করে ছাত্রীকে প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায় আরিফ। ওই বাড়িতে কোনো মানুষ না থাকার সুযোগে ঢুকে পড়়ে এই যুবক। এ ঘটনায় মামলা দায়ের হলে তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …