সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সন্মেলন

ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সন্মেলন


নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছেন দুটি ভুক্তভুগী পরিবার। মঙ্গলবার বেলা ১১ টায় ভুক্তভুগী মোজাম্মেল হকের খামার বাড়িতে এই সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে মোজাম্মেল হক বলেন, তিনি দীর্ঘদিন ধরে তার জমিতে গাছপালা রোপন করে চাষাবাদ করে আসছেন। গত ৩ জুলাই ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন মন্ডলের নেতৃত্বে ১০/১২ ভাড়া করা গুন্ডারা কোদাল, লোহার রডসহ দেশী অস্ত্র নিয়ে আমার জমিতে জোর পৃর্বক প্রবেশ করে মুল্যবান গাছ কেটে ফেলে। যার মুল্য ২ লাখ টাকা।

অপর ভুক্তভুগী ছাইদুর রহমান অভিযোগ করেন, আশ্রায়ন প্রকল্পে ঘর বরাদ্দ দেয়ার নামে তার কাছ থেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন মন্ডল ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগসহ বিভিন্ন মহলে অভিযোগ করায় তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি জীবনের নিরাপত্তা চেয়ে ঘোড়াঘাট থানায় সাধারণ ডায়েরী করেছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …