নিউজ ডেস্ক:
এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করেছে ফ্রান্স। ডাকটিকিটটিতে ব্যবহার করা হয়েছে বাংলাদেশি চিত্রশিল্পী শামসুদ্দোহার আঁকা বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি। প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, এটি কেবল স্মারক নয়, নিত্য ব্যবহার্য ডাকটিকিট। এর মাধ্যমে ফ্রান্সের অভ্যন্তরে এবং বিশ্বের যেকোনো দেশে চিঠি বা পার্সেল প্রেরণ করা যাবে। সোমবার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও ফরাসি ডাক বিভাগের সহায়তায় এই ডাকটিকিট অবমুক্ত করা হয়। ফরাসি ডাক বিভাগের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির ডাকটিকিট প্রকাশনা বিভাগের পরিচালক গিলে লিবচিটজ এবং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন যৌথভাবে ডাকটিকিটটি অবমুক্ত করেন। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ডাকটিকিট ফরাসি জনগণের কাছে বাংলাদেশের জাতির পিতাকে আরও সুপরিচিত করতে একটি বিশেষ ভূমিকা রাখবে। এর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্মারক খাম ও বিশেষ ডাকটিকিট অবমুক্ত করেছে ফিলিপাইন পোস্টাল করপোরেশন ফিলপোস্ট। গত ৯ জুলাই ফিলিপাইন পোস্টাল করপোরেশন ও ফিলিপাইনস্থ বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে ম্যানিলায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে উদ্বোধনী খাম ও ডাকটিকিট অবমুক্ত করা হয়। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠেয় ইউনেস্কোর ৪১তম সাধারণ সভায় প্রথমবারের মতো পুরস্কারটি দেওয়া হবে।
আরও দেখুন
সিংড়ায় কৃষকের নির্মাণাধীন ঘর
ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় কৃষক মাসুদের নির্মাণাধীন ঘর ভেঙ্গে দিয়েছেপ্রতিপক্ষরা। চাঁদা না …