সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূরুল ইসলামের স্মরণসভা ও দোয়া

বাগাতিপাড়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূরুল ইসলামের স্মরণসভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় স্বজন সমাবেশের আয়োজনে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা স্বপ্নস্বারথী বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে উপজেলা ক্রিড়া সংস্থার কার্যালয়ের সভাকক্ষে এ স্বরণসভা অনুষ্ঠিত হয়। স্বজন সমাবেশের বাগাতিপাড়া উপজেলা সভাপতি মামুনুর রশীদ মাহাতাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আল মামুন সরকার। স্বজন সমাবেশের সাধারন সম্পাদক আব্দুল আওয়ালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগান্তরের বাগাতিপাড়া প্রতিনিধি মঞ্জুরুল আলম মাসুম, শিক্ষক ও সাংবাদিক রাশেদুল আলম রূপক, সাংবাদিক রাজিবুল ইসলাম, রিটু আহম্মেদ প্রমুখ। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালিত হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …