মঙ্গলবার , জানুয়ারি ১৪ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / ৬০ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

৬০ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের (৬০০ গ্রাম) হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃত আসামীর নাম বাবুল (২৩)। তিনি পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার মৃত সেলিমের ছেলে। রবিবার (১১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-৫ এর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শনিবার (১০ জুলাই) রাত পোনে নয়টার দিকে উপজেলার শিবপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল। এ সময় ৬০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী বাবুলকে গ্রেফতার করা হয়। পরে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

সিংড়ায় জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের দাবিতে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) …