নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে করোনা আক্রান্ত মকবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ১০ টা নাগাদ মারা যান তিনি। মকবুল উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো ।
এনিয়ে এই উপজেলায় মৃত্যের সংখ্যা দ্বাড়ালো ৭ জনে। মকবুল হোসেনের পারিবারিক ও রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়,গত মাসের শেষের দিকে মকবুল হোসে জ্বরসহ নানা বিধ সমস্যায় ভুগছিলেন।
এসময় ওই মাসের ২৬ তারিখে করোনা পরীক্ষা করালে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমন সনাক্ত হয়। এর পর থেকে তিনি বাড়ীতেই চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে বেশি অসুস্থ্য হয়ে পরলে বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ১০টা নাগাদ বগুড়া নিয়ে যাবার সময় পথি মধ্যে মারা যায়। শুক্রবার সকাল ৯টা নাগাদ স্বাস্থ্য বিধি মেনে তারদাফন সম্পন্ন করা হয়েছে।
হাসপাতাল সুত্র জানায়, এপর্যন্ত এই উপজেলায় মোট ২৫৮জন ব্যাক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমন সনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ জুলাই পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৬০জন এবং মারা গেছেন ৭জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯১ জন।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …