রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / গণমাধ্যম / বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে জেলা পরিষদ সদস্যের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে জেলা পরিষদ সদস্যের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন জেলা পরিষদ সদস্য মৌটুসী আক্তার মুক্তা। বৃহস্পতিবার সকালে তিনি প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হক ও সাধারণ সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল মান্নানের হাতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে, হ্যান্ডওয়াশ ও সাবানের প্যাকেট তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের কোষাধ্যক্ষ প্রতিনিধি আসাদুল ইসলাম আসমত এবং সাংবাদিক সোহেল সরকার ও ওয়াকিল আহমেদ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পরিষদ সদস্য মৌটুসী আক্তার মুক্তা বলেন, করোনা মহামারীর শুরু থেকেই ফ্রন্ট লাইন ফাইটার হিসাবে সংবাদকর্মীরা মাঠে রয়েছেন। এ বৈশ্বিক মহামারীতে অন্যদের পাশাপাশি নিজেদেরও সুরক্ষিত রাখতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সচেতনতায় আমরা করোনা মহামারী প্রতিরোধ করতে পারবো ইনশাল্লাহ।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …