নিউজ ডেস্ক:
ব্যাংকিং খাতের অনিয়ম ও দুর্নীতি রোধে বাংলাদেশ ব্যাংকের তদারকি জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলো পরিদর্শনের দায়িত্বে নিয়োজিত কেন্দ্রীয় ব্যাংকের চারটি বিভাগ ভেঙে আটটি করা হয়েছে। আগে চারটি বিভাগে কাজ করতেন ছয়জন মহাব্যবস্থাপক, এখন আটটি বিভাগে কাজ করবেন আটজন মহাব্যবস্থাপক। এই বিভাগগুলোর প্রযুক্তিগত সক্ষমতাও বাড়ানো হয়েছে। গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এসংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়, ব্যাংক পরিদর্শন ও পরিপালন কার্যক্রম অধিকতর গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিদ্যমান ব্যাংক পরিদর্শন বিভাগ-১, ২, ৩ ও ৪ অবলুপ্ত করে নতুনভাবে ব্যাংক পরিদর্শন বিভাগ-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮ নামে আটটি বিভাগ গঠন করা হয়েছে। কোন বিভাগ কোন কোন ব্যাংক পরিদর্শনের দায়িত্বে থাকবে সেটিও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
আরও দেখুন
নাটোরে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব পালিত
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,নাটোরে যথাযথ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব …