নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও নগদ সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে তিনি নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের অগ্রগতি গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর প্রদানকৃত গৃহ পরিদর্শন করেন এবং সরকার ঘোষিত চলমান বিধিনিষেধ বাস্তবায়ন এবং কর্মহারা লোকজনের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
এসময় তিনি নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে দ্রুত স্বাস্থ্য সেবা চালু করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি নলডাঙ্গা উপজেলাধীন ত্রিমোহণী আসামপাড়া গ্রামে মুজিব বর্ষ উপলক্ষ্যে গৃহহীনদের মাঝে প্রদানকৃত ঘর পরিদর্শন করেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। পাশাপাশি করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত চা বিক্রেতা, জুতা মেরামতকারী, নাপিত সহ ১৬০ জন দুঃস্থ ব্যক্তির মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ ১হাজার করে মানবিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও নগদ সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …