নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ইয়াবা সহ দুই জনকে আটক করেছে র্যাব। সোমবার সন্ধ্যায় ১৮১ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নাটোরের বড়াইগ্রামের কচুগাড়ী গ্রামের মৃত আব্দুল ফকিরের ছেলে রাসেল ফকির (২৬) ও গুরুদাসপুরের খাকড়াদহ মন্ডলপাড়ার আব্দুর রউফের ছেলে রিয়াজ উদ্দিন (২০)।
র্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুদাসপুরের খাকড়াদহ ফকিরপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮১ পিস ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক মূল্য ৫৪ হাজার ৩শত টাকা) ও ইয়াবা বিক্রির নগদ ২ হাজার ১শত ৬৫ টাকা সহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। আটকদ্বয়ের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …