নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় চলমান লকডাউনের ৪র্থ দিন রবিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৩ জনকে ৬শ টাকা জরিমানা করা হয়েছে। সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করায় সিংড়া সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
চলমান লকডাউনের প্রথম দিন থেকে বৃষ্টির কারণে লোকজন বাড়ীতে অবস্থান করলেও হঠাৎ করেই রবিবারে আবহাওয়া ভাল থাকায় অনেকেই সরকারী চলমান বিধি নিষেধ অমান্য করে রাস্তায় ঘোরা-ফেরা এবং দোকান খোলার চেষ্টা করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে লকডাউন বাস্তবায়ন করতে মাঠে নামেন। এ সময় দোকান খোলা রাখা, মাস্ক না পরা এবং বিনা কারণে বাহিরে ঘোরা -ফেরা করার অপরাধে মোট ৩ জনকে ৬শ টাকা জরিমানা করা হয়।
আইনশৃংখলা বাহিনীর কঠোর তৎপরতায় নিমিষের মধ্যেই নূরপুর বাজার, বিলদহর বাজার, পাংগাসিয়া বাজার ও হাতিয়ান্দাহ বাজার ও রাস্তা ফাঁকা হয়ে যায়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …