শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ঈশ্বরদীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
পাবনার ঈশ্বরদীতে সাপের কামড়ে রিপন প্রাং( ৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে সলিমপুর ইউয়নয়নের বড়ইচারা মধ্যপাড়া জহির উদ্দীন প্রাং বড় ছেলে। স্বজনরা জানান, ৩ জুন  শনিবার রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় রাত ২টার দিকে রিপনের ডান হাতের কব্জির উপরে দুটি দাগ দেখতে পায়। সঙ্গে সঙ্গে বাড়ীর সবাই সাপ খুঁজতে থাকে। সাপ খুঁজে না পেয়ে তাকে ঈশ্বরদী সরকারী হাসপাতালে নিয়ে যায় ডাক্তার সাঁপের কামড় বলে নিশ্চিত করেন এবং অবস্থার অবনতি ও অধিকতর পরীক্ষার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে ইসিজি করার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬ টার সময় রিপনের মৃত্যু হয়।

ছলিমপুর ইউনিয়ের ১নং ওর্য়াডের মেম্বর নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনা ঈশ্বরদী থানায় জানানো হয়েছে বলে পরিবার সূত্র জানায়। রাজিম(১২) ও নাজিম(৯) নামে মৃত রিপনের দুটিতে পুত্র সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …