নিজস্ব প্রতিবেদক:
৭ দিনের সর্বাত্মক কঠোর লকডাউনের ৪র্থ দিন চলছে নাটোরে। আজ রবিবার সকাল থেকে শুরু হয়েছে সেনা,বিজিবি,র্যাব ও পুলিশ সদস্যদের টহল। শুধু জেলা শহরেই নয় প্রতিটি উপজেলা পর্যায়েও তাদের টহল দিতে দেখা গেছে। জেলার প্রতিটি প্রবেশ মুখ চেকপোষ্টের মাধ্যমে রাস্তায় বের হওয়া মানুষ সহ গাড়ি তল্লাশী করা হচ্ছে। রিক্সা, অটোরিক্সাও পণ্যবাহী ট্রাক ছাড়া অন্যান্য সকল প্রকার যান-বাহন বন্ধ থাকতে দেখা গেছে। এগুলো তদারকি করতে মাঠে রয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এ দিকে নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, নাটোর সদর হাসপাতালের ৫০ বেডের করোনা ইউনিটে ভর্তি রয়েছে ৮১ রোগী। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭৬ জন আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১৭ জনের। সংক্রমণের হার ২৮.৫২ শতাংশ। মোট আক্রান্ত ৪১০২ জন। সুস্থ হয়েছেন ১৯৫১ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২০৯১ জন। জেলায় মোট মৃত্যু ৬০ জন।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …